• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যবসার জন্য টাকা না পেয়ে তরুণের আত্মহত্যা 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৮:৫৮ এএম
ব্যবসার জন্য টাকা না পেয়ে তরুণের আত্মহত্যা 

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন।

নিহতের নাম মাহমুদুল হাসান বাপ্পি (১৮)। তিনি ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছগিরা কাটা এলাকার সৌদিপ্রবাসী আব্দুল মাবুদের ছেলে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তুলাতুলি ফরেস্ট অফিসসংলগ্ন ঝোপের ভেতর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবাসে থাকা বাবার কাছে ব্যবসার জন্য কিছু টাকা চেয়েছিলেন বাপ্পি। টাকা দিতে তার বাবা অস্বীকৃতি জানানোর কারণে অভিমানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পোস্টমর্টেম করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Link copied!